নওগাঁয় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবকের যাবজ্জীবন
নওগাঁর পোরশায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আব্দুল হালিম (৩৬) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ জরিমানা ও অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
আজ বৃহষ্পতিবার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২-এর বিচারক জেলা ও দায়রা জজ মেহেদী হাসান তালুকদার এ রায় দেন। এসময় জরিমানার টাকা ধর্ষণের শিকার ওই গৃহবধূকে দেওয়ার নির্দেশ দেন বিচারক।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মকবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত ওই যুবক চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার ঘাটনগর গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামি উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ারা জারি করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৯মে জেলার পোরশা উপজেলা খাদখোড়া গ্রামে ধর্ষণের শিকার ওই গৃহবধূ আসামির পূর্ব পরিচিত ও দূর সম্পর্কের আত্মীয় হওয়ায় তার বাড়িতে বেড়াতে আসেন। রাত হয়ে গেলে বাড়িতে না গিয়ে থেকে যান আসামি আব্দুল হালিম। সাড়ে ১১টার দিকে আসামি গৃহবধূর কাছে পানি চায়। গৃহবধূর স্বামী বাড়িতে না থাকায় গৃহবধূ নিজেই তাকে পানি দিতে যায়। এসময় আসামি জাপটে ধরে জোর করে ওই গৃহবূকে ধর্ষণ করে। পরে ধর্ষণের শিকার গৃহবধূ আদালতে মামলা করলে আদালত মামলাটি সংশ্লিষ্ট থানায় রেকর্ডের নির্দেশ দেন। তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন। আদালত চার কর্মদিবসের মধ্যে ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ারা জারি করা হয়।