চিকিৎসা শেষে দেশে ফিরলেন মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন আজ মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান দলের নেতাকর্মীরা। ছবি : বিএনপির মিডিয়া সেল
সিঙ্গাপুর চিকিৎসা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন দেশে ফিরেছেন। আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান।
গত ২৭ জুন সিঙ্গাপুরে চিকিৎসার জন্য গিয়েছিলেন মোশাররফ। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান তার ফেরার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রায় দুই মাস নয় দিন পর দলের স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন দেশে ফিরেছেন।