ভৈরবের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক রায়হানা, সহকারী আমিনুল
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন রায়হানা হক। তিনি উপজেলার গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ি-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অপরদিকে পৌর এলাকার ফাতেমা রমজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আমিনুল ইসলাম নির্বাচিত হয়েছেন শ্রেষ্ঠ সহকারী শিক্ষক।
জাতীয় প্রাথমিক শিক্ষাপদক-২০২৩ উপলক্ষে তাঁরা ভৈরব উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের মর্যাদায় নির্বাচিত হয়েছেন।
সিলেটের এমসি কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা রায়হানা হক ২০০০ সালে সুনামগঞ্জ সদর উপজেলার মৌগাও বাগেরকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদানের মাধ্যমে শিক্ষকতা জীবন শুরু করেন।
২০১৩ সাল থেকে ভৈরব উপজেলার বাঁশগাড়ী-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তিনি বিদ্যালয়ে বিভিন্ন উন্নয়নমূলক ও সৃজনশীল কাজের মাধ্যমে ইতোমধ্যে দেশ ও বিদেশে বেশ সুনাম অর্জন করেছেন। পেয়েছেন অনেক সম্মাননা।
অন্যদিকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করা আমিনুল ইসলাম ২০১০ সালে উপজেলার পৌর শহরের তাঁতারকান্দি আলী কলন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। ২০১৫ সাল থেকে ফাতেমা রমজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন।