মাগুরায় পিস্তলসহ ভাইরাল হওয়া ছাত্রলীগনেতা শাহিন গ্রেপ্তার
সামাজিক যোগাযোগ মাধ্যমে পিস্তলসহ ভাইরাল হওয়া মাগুরার ছাত্রলীগনেতা শাহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পুলিশ এখন পর্যন্ত তার ব্যবহৃত পিস্তল উদ্ধার করতে পারেনি। গ্রেপ্তার শাহীন মাগুরা আদর্শ কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও শহরের স্টেডিয়ামপাড়ার বাসিন্দা।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী জানান, গত ৬ সেপ্টেম্বর দুপুরে মাগুরায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রলীগের মধ্যে শহরের চৌরঙ্গী মোড়ে সংঘর্ষে পিস্তলসহ শাহিন নামের এক যুবকের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভাইরাল হওয়া যুবক শাহিনকে শনিবার দিনগত রাত দশটার দিকে মাগুরা সদর উপজেলার আলোকদিয়া ব্রিজ থেকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক গোলাম জাহিদ বলেন, স্বেচ্ছাসেবক দলের মিছিলের উপর ছাত্রলীগের হামলার সময় ছাত্রলীগনেতা শাহিন পিস্তল দিয়ে গুলি করে। মিডিয়াতে তা ভাইরাল হলেও ছাত্রলীগের সহ-সভাপতি শেখ রিয়াদ বাদী হয়ে বিএনপির ১০৫ জন নেতাকর্মীর নাম ও অজ্ঞাত তিনশ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করেছে। সেই মামলায় ৯০ নম্বর আসামি হিসাবে ছাত্রলীগের পিস্তল দিয়ে গুলি করা শাহিনকেও আসামি করে বিএনপির ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করেছে।
তবে জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান জানান, শাহিন ছাত্রলীগের কোন কর্মী নয়।