নাটোর পৌরসভার নিজস্ব স্বাস্থ্য সেবাকেন্দ্র চালু
প্রতিষ্ঠার দেড়শ বছর পর নাগরিকদের স্বাস্থ্যসেবায় নাটোর পৌরসভার নিজস্ব উদ্যোগে প্রথমবারের মতো চালু হলো পৌর স্বাস্থ্যসেবা ও স্থায়ী টিকাদান কেন্দ্র। আজ সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে শহরের আলাইপুর এলাকায় পৌরসভার নিজস্ব জমিতে স্বাস্থ্যকেন্দ্রটি উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
এ সময় সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান, পৌর মেয়র উমা চৌধুরী জলিসহ এলাকার বিশিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে সব ধরনের টিকাদানসহ প্রাথমিক স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ পারবে পৌরবাসী।
১৮৬৯ সালে নাটোর পৌরসভা প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো চালু করা হলো নিজস্ব স্বস্থ্য সেবাকেন্দ্র।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা জানান, চট্টগ্রাম সিটি করপোরেশন এ ধরনের উদ্যোগ নিয়েছিল এবং তারা এখন সফল। নাটোর পৌরসভা একটি স্থায়ী প্রতিষ্ঠান। তাই সদিচ্ছা থাকলে এ্ই স্বাস্থ্য সেবাকেন্দ্রটি নাটোরের একটি মডেল হয়ে উঠতে পারে।
পৌর মেয়র উমা চৌধুরী জানান, তিনি তাঁর সর্বোচ্চ চেষ্টা চালিয়ে এটিকে প্রাতিষ্ঠানিক রূপ দেবেন।