বালু উত্তোলনের দায়ে জরিমানা, পাইপ ভাঙচুর
মাদারীপুরের কালকিনিতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় দুই লাখ টাকার পাইপ ভাঙচুর করা হয়। আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে এই জরিমানা ও পাইপ ভাঙচুর করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. কায়েসুর রহমান থানা পুলিশের সহযোগিতায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এদিকে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে অবৈধ বালু ব্যবসায়ীরা দ্রুত পালিয়ে যায়। অপরদিকে বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রাখার জন্য জোর দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন মহল।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলা শিকারমঙ্গল ও আলীনগর এলাকায় নদী থেকে স্থানীয় প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছে। এ খবর পেয়ে ওই সব এলাকায় দুই ঘণ্টাব্যাপী অভিযান চালিয়েছেন এ ভ্রাম্যমাণ আদালত। পরে শিকারমঙ্গল এলাকার একজন বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন স্থানীয় জনসাধারণ জানান, বেশ কয়েকজন প্রভাবশালী মিলে দীর্ঘদিন ধরে এই এলাকায় বালু উত্তোলন করে আসছে। তবে বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রাখার জোর দাবি জানান তাঁরা।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমান ও কিছু পাইপ ভেঙে দেওয়া হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।