হালদায় অবৈধভাবে বালু উত্তোলন, ৩ যুবককে কারাদণ্ড
চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিন যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু পরিবহণে ব্যবহৃত দুটি জিপ গাড়ি জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার নাজিরহাট পৌরসভার ব্রাহ্মণহাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।
দণ্ডাদেশপ্রাপ্ত যুবকরা হলেন মো. সুমন (২২), মো. সুলতান (২২) ও মো. রাকিব (১৯)। তিনজনই নাজিরহাট পুরাতন বাসস্ট্যান্ড ও নাজিরহাট কলেজ সংলগ্ন এলাকার বাসিন্দা।
জানা গেছে, দীর্ঘদিন ধরে হালদার পাড়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র এবং আজও চক্রটি বালু উত্তোলন করছে—এমন খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় তিনজনকে আটক করা হয়। পরে তারা অবৈধভাবে বালু উত্তোলনের কথা স্বীকার করলে ‘বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এ সময় বালু উত্তোলন ও পরিবহণের কাজে ব্যবহৃত দুটি জিপ গাড়ি জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম বলেন, ‘হালদা নদী বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র। এই নদীর প্রাণবৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কেউ অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

কামরুল সবুজ, চট্টগ্রাম মহানগর ও জেলা (হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজান)