সিলেটে বাসচাপায় দুই ভাই নিহত
সিলেটের জকিগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সড়কে মোটরসাইকেলের পাশে দাঁড়িয়ে থাকা দুই ভাই নিহত হয়েছেন। এ সময় তাদের মোটরসাইকেলটিও দুমড়ে-মুচড়ে গেছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে জকিগঞ্জ উপজেলার শাহবাগের মহিদপুর এলাকার সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কানাইঘাটের সুতারগাও এলাকার বাসিন্দা স্কুলশিক্ষক হোসেন আহমদের ছেলে মেহদি (৩০) এবং একই এলাকার সৌদি প্রবাসী বুলবুল মিয়ার ছেলে রাহাদ (২৯)। তারা সম্পর্কে চাচাতো ভাই।
বিষয়টি নিশ্চিত কর জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দিলীপ কান্ত নাথ বলেন, ‘শুক্রবার বিকেলে মহিদপুর এলাকার সড়কের পাশে দুই ভাই মোটরসাইকেলে হেলান দিয়ে দাঁড়িয়ে গল্প করেছিলেন। এ সময় জকিগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাস তাদেরকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠিয়েছে।’
দিলীপ কান্ত নাথ বলেন, ‘দুর্ঘটনার পর ঘাতক বাসটি বিয়ানীবাজারের চারখাই ক্যাম্প পুলিশ জনতার সহযোগিতায় আটক করেছে। তবে চালক পলাতক রয়েছেন।’

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)