নারীদের জামানতকারী দেখিয়ে ঋণ নিতে পারবেন উদ্যোক্তারা : বাংলাদেশ ব্যাংক
ব্যাংক থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে শুধু পুরুষ নয়, নারীদেরও জামানতকারী দেখিয়ে ঋণ নিতে পারবেন নারী উদ্যোক্তারা। দেশের ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ প্রাপ্তি নিশ্চিত করতে এমন পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের সঙ্গে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাতের এ আশ্বাস দেওয়া হয়।
সাক্ষাৎকারে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, ‘নারী জামানতকারী দেখিয়ে নারী উদ্যোক্তারা ঋণ নিতে পারবেন।’
গভর্নরের সঙ্গে সাক্ষাতের সময় এফবিসিসিআইয়ের পক্ষ থেকে ব্যবসায়ীদের কাছ থেকে লেটার অব ক্রেডিট (এলসি) খুলতে ব্যাংকগুলো ডলারের অতিরিক্ত দাম নেওয়া, সুদহার না বাড়ানোসহ বেশি কিছু প্রস্তাবনা দিয়েছে। এর মধ্যে ডলারের অতিরিক্ত দাম না নেওয়ার বিষয়েও আশ্বাস দেয় কেন্দ্রীয় ব্যাংক।
এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘দেশের অর্থনীতিকে বেগবান করতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এক্ষেত্রে পুরুষদের পাশাপাশি বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছেন নারী উদ্যোক্তারাও। কিন্তু ব্যবসা পরিচালনা এবং সম্প্রসারণের জন্য নারী উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তি এখনও ততটা সহজ হয়নি। নারী উদ্যোক্তাদের ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোরও উৎসাহ কম দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে। এ ছাড়া ঋণ পাওয়ার জন্য একজন নারী উদ্যোক্তাকে তার বাবা, ভাই বা স্বামীকে জামানতকারী হিসেবে দেখাতে হয়। কোনো নারীকে জামানতকারী হিসেবে দেখালে ব্যাংকগুলো সেটি গ্রহণ করতে চায় না। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের জন্য ব্যাংক ঋণ সর্বোচ্চ ৫০ লাখ টাকায় উন্নীত করার আহ্বান জানানো হয়েছে।’
‘নারী উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তি সহজীকরণে বাংলাদেশ ব্যাংক নানাবিধ উদ্যোগ নিয়েছে’ উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ‘ব্যাংকগুলো যেন নারীদেরও জামানতকারী হিসেবে গ্রহণ করে সেজন্য ব্যাংকগুলোকে বলা হচ্ছে। নারীদের ঋণ প্রাপ্তি সহজ করতে ব্যাংকগুলোকে সম্প্রতি প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’
গভর্নর বলেন, ‘অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ বাড়াতে আমরা ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছি। ব্যবসা, বাণিজ্য এবং শিল্প খাতে নারীরা যেন আরও এগিয়ে আসতে পারে সেই লক্ষ্যে নারী উদ্যোক্তাদের জন্য ঋণ প্রাপ্তি ধাপে ধাপে আরও সহজ করার চেষ্টা করছে কেন্দ্রীয় ব্যাংক।’
এ সময় এফবিসিসিআইয়ের সহসভাপতি খায়রুল হুদা চপল, শমী কায়সার, মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, ড. যশোদা জীবন দেবনাথ, মুনির হোসেন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান, আবু ফারাহ মো. নাছের, নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক উপস্থিত ছিলেন।