রিকশার জন্য চালককে হত্যা, আসামি গ্রেপ্তার
চাঁদপুরে একটি রিকশার জন্য প্রাণ দিতে হয়েছে চালক মো. দুলালকে। দুই সপ্তাহ আগে এমন চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে জড়িত একমাত্র আসামি শরিফ হোসেনকে গ্রেপ্তার এবং ছিনিয়ে নেওয়া রিকশার অংশবিশেষ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়।
সুপার সুদীপ্ত রায় জানান, পুলিশের কাছে হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছেন আসামি শরিফ। তাঁর বাড়ি চাঁদপুর সদর উপজেলা দক্ষিণ গোবিন্দিয়া এলাকায়। গত ১৪ সেপ্টেম্বর তিনি লঞ্চঘাটে গিয়ে রিকশাচালক মো. দুলালকে (৫৩) বয়স্ক দেখে তাঁর ব্যাটারিচালিত রিকশাটি ছিনতাইয়ের পরিকল্পনা করেন। পরে রঘুনাথপুর জনকল্যাণ বাজারে যাওয়ার জন্য ভাড়া করেন। রিকশা নিয়ে ইয়াকুব আলীর বাড়ির নির্জন জায়গায় পৌঁছলে শরীফ রিকশাচালককে থামতে বলেন। ওই সময় দুলাল রিকশা থামানোর সঙ্গে সঙ্গে রিকশায় থাকা ইট দিয়ে মাথার পিছনে দুবার আঘাত করলে পড়ে যান তিনি। তখন আসামি রিকশা থেকে নেমে চালকের মাথায় আরও দুবার ইট দিয়ে আঘাত করেন। পরে মৃত মনে করে তাঁকে সড়কের পাশে ফেলে রিকশা নিয়ে চলে যান।
সুপার সুদীপ্ত রায় আরও জানান, এরপর লঞ্চঘাটে সিসি টিভি ফুটেজ দেখে শনাক্ত করে হত্যায় জড়িত ঘাতককে গ্রেপ্তার করতে মাঠে নামে পুলিশ। গ্রেপ্তারের পর আজ দুপুরে তাঁকে তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হয়। এ সময় বাড়ির পুকুর থেকে উদ্ধার করা হয় ছিনিয়ে নেওয়া রিকশার অংশ বিশেষ।
নিহত রিকশাচালক মো. দুলালের বাড়ি ভোলার চরফ্যাশনের জাহানপুর গ্রামে। তিনি স্ত্রী ও পাঁচ সন্তান নিয়ে চাঁদপুর শহরে বসবাস করতেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহসীন আলম, মামলার তদন্তকারী কর্মকর্তা রাজীব শর্মা।