ভিসা নীতিতে সরকারের হৃদয়ে কম্পন ধরে গেছে : আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমেরিকার ভিসা নীতিতে সরকারের হৃদয়ে কম্পন ধরে গেছে। আজ মঙ্গলবার (৩ অক্টোবর) ফরিদপুরের রাজবাড়ী রাস্তার মোড়ে বিএনপির রোড মার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, উপর দিয়ে তারা এই ভিসা নীতি নিয়ে যতই কথা বলুক, ঘরের দরজা বন্ধ করে তারা কান্নাকাটি শুরু করে দিয়েছে। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভোট চুরির সঙ্গে যারাই জড়িত থাকবে তারা এই ভিসা নীতিতে পড়বে বলে তিনি জানান।
সরকারের পদত্যাগ ও সংসদ বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে ফরিদপুরে এই রোডমার্চ হচ্ছে।
রোডমার্চ আজ সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ মোড়ের প্রধান সড়কের পাশ থেকে পথসভার মধ্যদিয়ে শুরু হয়। এরপর রাজবাড়ীর বসন্তপুরে একটি পথসভা করে রোডমার্চটি রাজবাড়ীর রাস্তার মোড়ে আসে।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
পথসভায় অংশ নিতে ফরিদপুরের বিভিন্ন উপজেলা থেকে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে পথসভা স্থলে জড়ো হতে থাকেন। এ সময় নেতাকর্মীদের হাতে রোডমার্চ উপলক্ষে প্লেকার্ড ও ফেস্টুন দেখা যায়। আর তাতে সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান লেখা ছিল। তখন একসঙ্গে নেতাকর্মীদের সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতেও শোনা যায়।
পথসভায় বক্তারা বলেন, ‘এই সরকার যদি খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য সুযোগ না দেয়, তাহলে ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামানো হবে। বর্তমানে দেশের মানুষের কোনো ভোটাধিকার নেই। তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না। আমাদের দাবি, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। দেশের দ্রব্যমূল্য আকাশছোঁয়া। দেশের মানুষের নাভিশ্বাস উঠে গেছে। এ থেকে মুক্তির একমাত্র পথ জাতীয়তাবাদী শক্তিকে ক্ষমতায় আনা।
পথসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহাজাদা মিয়া, ফরিদপুর বিভাগের রোডমার্চের সমন্বয়কারী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আবু জাফর, ইসমত আরা হক, যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ প্রমুখ।
পরে রোড মার্চটি ফরিদপুরের তালমায় পথসভা করে গোপালগঞ্জের মোকসেদপুরের দিকে রওনা দেয়।
ফরিদপুর বিভাগীয় রোড মার্চটি শত কিলোমিটার পথ পরিক্রমা শেষে সন্ধ্যার পরে শরীয়তপুরে গিয়ে শেষ হবে।