হাইকোর্টে অধিকারের আদিলুর-এলানের জামিন
সাইবার ট্রাইব্যুনালে করা মামলায় মানবাধিকার সংগঠন অধিকার এর সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার (১০ অক্টোবর) বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে উভয়ের আপিল গ্রহণ করে জামিন আবেদন শুনানি শেষে বিচারপতি এমদাদুল হক আজাদের একক বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে সাজাকে অপর্যাপ্ত উল্লেখ করে চলতি সপ্তাহে মানবাধিকার সংগঠন অধিকার-এর সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিনের সাজা বাড়াতে হাইকোর্টে আপিল করে সরকার পক্ষ।
গত ২৫ সেপ্টেম্বর মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান ও পরিচালক নাসির উদ্দিন এলানের দুই বছরের সশ্রম কারাদণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হয়। পাশাপাশি জামিন চেয়েছেন তারা।
গত ১৪ সেপ্টেম্বর ঢাকার মতিঝিলের শাপলা চত্বর থেকে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার অভিযানে মৃত্যুর সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে করা মামলায় মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।