ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনী
বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রশিক্ষণার্থী দল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের ইউনিটের বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করেছে। আজ রোববার (১৫ অক্টোবর) সকালে মিন্টো রোডে বোম্ব ডিসপোজাল ইউনিট কার্যালয় পরিদর্শনে আসেন তারা। প্রশিক্ষণার্থী দলে সেনাবাহিনীর ২০ জন কর্মকর্তা ছিলেন।
ডিএমপি নিউজ আজ সন্ধ্যায় এক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, পরিদর্শনের সময় বাংলাদেশের বিভিন্ন জঙ্গি সংগঠনের ব্যবহৃত বিস্ফোরক ও আইইডি নিয়ে আলোচনা হয়।
সেনাবাহিনীর ঊধ্বর্তন কর্মকর্তাগণ দেশব্যাপী জঙ্গি দমনে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের কর্মকাণ্ডের ভূয়ষী প্রসংশা করেন। তারা বোম্ব ডিসপোজাল ইউনিটের ব্যবহৃত উপকরণ স্যুট, অত্যাধুনিক রোবট, আধুনিক টিসিভি প্রভৃতি পরিদর্শন করেন।
সেনাবাহিনীর কর্মকর্তাগণ পুলিশের অধীন বিস্ফোরক, বোমা সংক্রান্ত একমাত্র তথ্য ভাণ্ডার বোম্ব ডাটা সেন্টারের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং ভবিষ্যতে এই বোম্ব ডাটা সেন্টার ও বাংলাদেশ সেনাবাহিনীর বোম্ব ডাটা সেন্টারের মধ্যে তথ্যবিনিময়ের প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করেন।
প্রশিক্ষণ দলটির কর্মকর্তরা সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ ও মহড়ায় পুলিশ সদস্যদের আমন্ত্রণ জানান।