ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/10/16/jhinaaidh.jpg)
ঝিনাইদহের শৈলকুপায় ইউপি সদস্য হাবিবুর রহমান রিপনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন। তাদের মধ্যে একজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার (১৫ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে আবাইপুর এলাকার ওয়াপদা গেটে এ ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান রিপন উপজেলার আবাইপুর ইউনিয়নের ৭ নং ওয়র্ডের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ছিলেন। তার পিতা আবুল কালাম আজাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
শৈলকুপা সার্কেলের এএসপি অমিত বর্মণ এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, শৈলকুপার আবাইপুর ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে সাবেক ইউপি সদস্য রঞ্জু ও বর্তমান ইউপি সদস্য রিপনের মধ্যে বিরোধ চলছিল। গত শনিবার (১৪ অক্টোবর) রিপনের সমর্থক মুস্তাক হোসেন নামের একজনকে পিটিয়ে আহত করে রঞ্জু সমর্থকরা। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে হামলা ভাংচুর এবং গরু লুটের ঘটনা ঘটে। রোববার রিপনের সমর্থকরা রঞ্জু হোসেনের সমর্থক মীনগ্রামের টেটন হোসেন নামের একজনকে পিটিয়ে আহত করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই দফায় উভয় পক্ষের চারজনকে আটক করে থানায় নিয়ে যায়। রাতে বিরোধ মিমাংসায় আবাইপুর ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দিনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাদের উপস্থিতিতে দু’পক্ষের মধ্যে কয়েকদফা বৈঠক হয় থানায়। গভীর রাতে মুচলেকা নিয়ে ওই চারজনকে থানা থেকে মুক্ত করে দেয় পুলিশ।
এএসপি অমিত বর্মণ আরও জানান, এরপর নিহত রিপনসহ তিনজন মোটরসাইকেল চড়ে থানা থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে নিজ বাড়ি থেকে কয়েকশ গজ দুরে আবাইপুর ওয়াপদা গেটে পৌঁছালে ওৎ পেতে থাকা প্রতিপক্ষরা তাদের ওপর হামলা করে। পরে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে হাবিবুর রহমান রিপনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।