মশা নিধনে কীটনাশক জালিয়াতির প্রধান তিন আসামির জামিন
মশা নিধনের জন্য কীটনাশক সরবরাহে সিঙ্গাপুরের একটি কোম্পানির নাম ব্যবহার করে জালিয়াতি ও প্রতারণার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগে মার্শাল এগ্রোভেট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ আলীসহ তিনজনের বিরুদ্ধে হয় মামলা। পরে গ্রেপ্তারের পর কারাগারে পাঠান আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক গতকাল সোমবার (১৬ অক্টোবর) এই আদেশ দেন।
মার্শাল এগ্রোভেট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ আলী জামিন পাওয়ারা হলেন—কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক মো. আলাউদ্দিন ও নির্বাহী পরিচালক মো. নাসির উদ্দিন আহমেদ।
নথি থেকে জানা গেছে, গত ২১ আগস্ট জালিয়াতি ও প্রতারণার অভিযোগে কোম্পানিটির তিন কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের সহকারী ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা মো. রাহাত আল ফয়সাল। সেই মামলায় চেয়ারম্যান মোহাম্মদ আলীসহ তিনজনের জামিন নাকচ করে কারাগারে পাঠান আদালত।
গত ২৪ আগস্ট হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিন পান মোহাম্মদ আলী, আলাউদ্দিন ও নাসির। গত ৬ অক্টোবর সেই জামিন শেষ হয়। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করেন। সেদিন শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পরে, গত ৭ অক্টোবর ডিবি পুলিশের পরিদর্শক কাজী শরীফুল ইসলাম তাদের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। এরপর আদালত ৯ অক্টোবর রিমান্ড শুনানির দিন ধার্য করেন। সেদিন শুনানি শেষে রিমান্ড আবেদন নাকচ করে দেন আদালত। একইসঙ্গে জামিন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, এ মামলায় আরও একজন আসামি রয়েছেন। তিনি চীনা নাগরিক। নাম লি কিউইয়াং। তিনি এখন বাংলাদেশে নেই।