মনজিল হত্যাকাণ্ডে আলোচিত মামলায় পাঁচজনের সাক্ষ্যগ্রহণ
রাজধানীর আফতাবনগরে নিজ ফ্ল্যাটে এ কে এম মনজিল হককে হত্যার মামলায় পাঁচজনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে এই সাক্ষ্যগ্রহণ হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালতে আজ দুই ম্যাজিস্ট্রেট জিয়াউল হক ও দেবব্রত বিশ্বাস সাক্ষ্য দেন। তারা ২০১৭ সালে ঢাকার সিএমএম আদালতে কর্মরত ছিলেন।
আজাদ রহমান বলেন, ‘দুই ম্যাজিস্ট্রেট ছাড়াও ডা. প্রদীপ বিশ্বাস, পুলিশের এএসআই টুটুল হোসেন ও কনস্টেবল মোস্তফা সাক্ষ্য দেন। এরপর আসামিপক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন। তাদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আগামী ২৬ অক্টোবর পরবর্তী তারিখ ধার্য করেন।’
২০১৭ সালের ১১ ডিসেম্বর রাজধানীর আফতাবনগরে নিজ ফ্ল্যাটে হত্যার শিকার হন মনজিল হক। এ ঘটনায় তার চাচা ফারুক মিয়া বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা করেন।
নথি থেকে জানা গেছে, মামলায় মনজিলের সৎ মা লায়লা ইয়াসমিন লিপি, সৎ মামা আবু ইউসুফ নয়ন, সৎ ভাই এ কে এম ইয়াসিন হক, চাচা ফারুক মিয়া, রবিউল ইসলাম সিয়াম ও আবু ইউসুফ নয়নকে আসামি করা হয়। এ ছাড়া মাহফুজুল ইসলাম অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিচার শিশু আদালতে হচ্ছে।
মামলার পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তদন্তে উঠে আসে নানা তথ্য। সেখানে বলা হয়—সম্পত্তির লোভে মনজিলকে হত্যা করে সৎ মা লায়লা ইয়াসমিন লিপি, লিপির ভাই আবু ইউসুফ নয়ন, সৎ ভাই এ কে এম ইয়াসিন হক (২৫) ও মামলার বাদী চাচা ফারুক মিয়া (৫৮)। পরে ২০২১ সালের ২৬ অক্টোবর ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন সিআইডির পরিদর্শক মো. শামসুদ্দিন ফারুক।