সিরাজগঞ্জে দণ্ডিত ৫ জেলে, বিপুল কারেন্ট জাল ধ্বংস
সিরাজগঞ্জ সদর উপজেলায় পাঁচ জেলেকে আট হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। যমুনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে তাঁদের এ জরিমানা করা হয়। আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত যমুনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রকিবুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে ৪৫ হাজার মিটার কারেন্ট জাল, ৮৭টি চায়না দুয়ারী জাল ও নয় কেজি মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
সদর উপজেলার মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘মা ইলিশ রক্ষায় যমুনা নদীর সদর উপজেলা এরিয়ায় সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪৫ হাজার মিটার কারেন্ট জাল, ৮৭টি চায়না দুয়ারী জাল ও নয় কেজি মাছ জব্দ করা হয়। এ সময় পাঁচ জেলেকে আটক করে আট হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকরা জাল পুড়িয়ে ফেলা হয়েছে। আর মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে।

শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ