সমুদ্রে মাছ শিকারে গিয়ে নিখোঁজ ছয় জেলের সন্ধান
কক্সবাজারের বাহারছড়ায় সমুদ্রে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হওয়া ছয় জেলের সন্ধান মিলেছে। গতকাল বৃহস্পতিবার (১১ এপ্রিল) তাদের সন্ধান পাওয়া যায়।
সন্ধান পাওয়া জেলেরা হলেন—হাবিব উল্লাহ (৪০), সলিম উল্লাহ (৩৮), মুহাম্মদুর রহমান (২৮), মো. সোহেল (২৭), আলী হোসেন (৩২) এবং সৈয়দ আলম (৩০)। পাঁচজনের বাড়ি বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুরান পাড়ায়। অপরজনের বাড়ি শিলখালী গ্রামে।
বিষয়টি নিশ্চিত করে জেলে সলিম উল্লাহর ভাই ইফতি কায়সার বলেন, ‘আমার ভাই ও চাচাসহ নিখোঁজ ছয় জেলের সন্ধান পাওয়া গেছে। তাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ হয়েছে। তারা বর্তমানে মিয়ানমারের কারাগারে বন্দি আছে। তাদের দেশে ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। ঈদের দিনে এই খবরটি আমাদের জন্য অনেক বেশি আনন্দের। দীর্ঘ পাঁচ মাস পর তাদের সন্ধান পেয়ে পরিবারে সুখের কান্না বয়ে যাচ্ছে।’
বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, ‘পাঁচ মাস আগে সমুদ্রে মাছ শিকারে গিয়ে হারিয়ে যাওয়া ছয় জেলের সন্ধান পাওয়া গেছে বলে তাদের পরিবারের সদস্যরা জানিয়েছেন। এ ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।’
গত ৩ নভেম্বর কক্সবাজারের বাহারছড়া ইউনিয়ন থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারসহ ছয় জেলে নিখোঁজ হন।