এক সেকেন্ডের ব্যবধানে দুইবার কম্পন
ঢাকাসহ আশপাশের জেলায় সন্ধ্যায় ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। এ সময় এক সেকেন্ডের ব্যবধানে দুইবার কম্পন অনুভূত হয়।
আজ শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ড একটি এবং সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে দ্বিতীয় কম্পনটি অনুভূত হয়।
আরও পড়ুুন : ফের ভূমিকম্পে কাঁপল দেশ
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির ভূমিকম্পের এ তথ্য নিশ্চিত করেছেন। প্রথমটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৭ এবং দ্বিতীয়টির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৩। ৩ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বাড্ডায়। আর ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে।
এর আগে, আজ সকাল ১০টা ৩৬ মিনিটে ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলায়।
আরও পড়ুুন : ২৪ ঘণ্টা না পেরোতেই ফের ভূমিকম্প
উল্লেখ্য, গতকাল দেশে শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে। এতে বিভিন্ন ভবনে ফাটল ধরে এবং ১০ জনের প্রাণহানী হয়।

এনটিভি অনলাইন ডেস্ক