ভূমিকম্পে হেলে পড়া ৪ তলা ভবনটি ভেঙে ফেলা হচ্ছে
ভূমিকম্পে হেলে পড়া চারতলা ভবনটি ভেঙে ফেলা হচ্ছে। গতকাল শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে ঢাকার ধামরাইয়ে পাশের ছয়তলা ভবনের ওপর হেলে পড়ে চারতলা ওই ভবনটি।
ভবনের মালিক জিয়াউদ্দিন বলেন, প্লটটিতে ছয় তলা ভবন করার অনুমতি ছিল। এর মধ্যে সেটি দুটি প্লট আকারে বিক্রি করেন মালিক। চার শতাংশের একটি অংশ কিনে নেন এক ব্যক্তি। তিনি সেখানে তিনতলা ভবন নির্মাণ করেন। আর পেছনের দুই শতাংশ জমি কিনে নেন জিয়াউদ্দিন। সেখানে তিনি ভবন নির্মাণ করেন। এ ছাড়া তিনতলা ভবন ও পাশের অপর ভবনের মাঝখানে সড়কের মতো থাকা প্রায় ১০ ফুট চওড়া এবং প্রায় ৪২ ফুট লম্বা জমি কিনে নিয়ে সেখানে করিডোরের মতো বর্ধিত চারতলা সংযুক্ত ভবন নির্মাণ করেন জিয়াউদ্দিন। সেটিই শুক্রবারের ভূমিকম্পে পুরোপুরি কাত হয়ে যায়।
প্রশাসনের নির্দেশ পেয়ে ভবনটি ভাঙার কাজ শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন জিয়াউদ্দিন।
ভবনমালিক মোহাম্মদ জিয়াউদ্দিনের ছেলে মোনায়েম বলেন, আগেই আমাদের এটা ভাঙার পরিকল্পনা ছিল। প্রশাসন যতটা ভাঙতে বলবে, সেটা ভাঙতাম। কিন্তু শুক্রবার ভূমিকম্প হয়েছে, যে কারণে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। যেজন্য দ্রুত এটা ভাঙার উদ্যোগ নেই। ভাঙার কাজ চলছে, অর্ধেকের বেশি ভাঙা হয়ে গেছে। খুব দ্রুত ভাঙা শেষ হবে।
ভবনটি হেলে পড়ার সংবাদ প্রকাশের সঙ্গে সঙ্গে প্রশাসন ও ভবনমালিক ঝুঁকিপূর্ণ ভবনটি ভাঙা শুরু করায় স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন।
ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামনুন আহমেদ অনীক বলেন, ভূমিকম্পের পর আমরা ওখানে লোক পাঠাই। পরিদর্শনের পর ভবনটি ভেঙে ফেলার নির্দেশনা দেওয়া হয়। এ ধরনের ঝুঁকিপূর্ণ ভবনের যত দ্রুত ভাঙা হবে ততই সেখানকার মানুষের ঝুঁকি কমবে।

জাহিদুর রহমান