বিএনপির মহাসমাবেশে বিদেশি গোষ্ঠীর ইন্ধন আছে : হানিফ
আগামী ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। দলটির এই মহাসমাবেশে বিদেশি একটি গোষ্ঠীর ইন্ধন আছে বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। পাশাপাশি বিএনপি শীর্ষস্থানীয় নেতাদের কথা আওয়ামী লীগ ভাবে না বলে জানিয়েছেন তিনি। কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিন।
হানিফ বলেন, ‘বিএনপির এই মহাসমাবেশে বিদেশি একটি গোষ্ঠীর ইন্ধন আছে। তবে, কোনো ষড়যন্ত্রই সফল হবে না। কারণ, জনগন আওয়ামী লীগের সঙ্গে আছে। এর আগেও বিএনপি সরকার পতনের আন্দোলন করেছে। তারা বলেছিল, ১৮ অক্টোবরের মধ্যে সরকার পতন না হলে হাতে চুরি পরবেন। তাদের এসব কথাবার্তা নিয়ে দেশবাসীও ভাবে না, আওয়ামী লীগও ভাবে না।’
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক, ‘বিএনপি নিজেদের নেতাকর্মীদের উজ্জীবিত করার জন্য মিথ্যা আশ্বাস দেয়। মিথ্যাচার করে দলীয় নেতাকর্মীদের সঙ্গেও তারা প্রতারণা করে আসছে। মিথ্যা প্রলোভন দিয়ে এবার তাদের ঢাকায় নিয়ে যাচ্ছে। আসলে ফলাফল শূন্য।’
বিএনপির সমাবেশ নিয়ে কোনো শঙ্কা নেই জানিয়ে হানিফ বলেন, ‘তারা মহাসমাবেশ করবে এতে কোনো সমস্যা নেই। তারা সমাবেশ করে বাড়ি ফিরে যাবে। কিন্তু, রাজনৈতিক কর্মসূচির নামে যদি কোনো নাশকতামূলক কর্মকাণ্ড করে তাহলে সরকার সেটা কঠোর হস্তে দমন করবে। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।’
দ্বাদশ সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে বলেও জানান হানিফ।