বিএনপির কর্মসূচিতে রাজধানীর প্রবেশ পথ বন্ধের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামী ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। দলটির এই কর্মসূচিকে ঘিরে রাজধানীর প্রবেশ পথগুলো বন্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। একইসঙ্গে দলটির সারা দেশের নেতাকর্মীরা ঢাকায় এলে রাজধানীতে অন্য ধরনের পরিস্থিতি হতে পারে বলে জানিয়েছেন তিনি।
সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে আজ বুধবার (২৫ অক্টোবর) স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আগামী ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে রাজধানীর প্রবেশ পথগুলো বন্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই। তবে, সারা দেশ থেকে বিএনপির সব লোক ঢাকায় এলে একটা অন্য ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। পুলিশ এটা বিবেচনা করেই তাদের কোনো মাঠে মহাসমাবেশ করতে দেবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে নির্দিষ্ট স্থানে সমাবেশ করে চলে গেলে আমাদের কোনো কথা নেই। আমরা সেখানে কোনো বাধা দেব না।’ অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপি সমাবেশের অনুমতি চেয়ে আবেদন কীভাবে করেছেন তা পুলিশ কমিশনার জানেন।’
জামায়াতে ইসলামীকে রাজধানীর শাপলা চত্বরে সমাবেশের অনুমতি দেওয়ার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে অনেক দলমত আছে। জামায়াত এর আগেও দুয়েক জায়গায় আলোচনা করেছে। দেশের নিয়ম-কানুন মেনে, আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে যে কেউ যেকোনো কথা বলতে পারে। জামায়াত বলতে কোনো কথা নেই। দেশে গণতান্ত্রিক চর্চা আছে। আমাদের কথা হলো, আইন-কানুনের মধ্যে থেকে তারা কথা বলতে পারেন। তবে জামায়াতে ইসলাম এখন পর্যন্ত কোনো নিবন্ধিত দল নয়, কাজেই তারা যদি জামায়াতে ইসলামের ব্যানারে আসে, তাহলে অনুমতি দেওয়ার প্রশ্নই আসে না।’