বিএনপি-আওয়ামী লীগের সমাবেশ নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি : ডিএমপি
রাজধানীর নয়াপল্টনে আগামীকাল শনিবার (২৮ অক্টোবর) মহাসমাবেশের সিদ্ধান্তে অনড় বিএনপি। একই দিনে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দুদলই ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) দিয়েছে চিঠি। তবে, অনুমতি দেওয়া নিয়ে এখনও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি ডিএমপি। আগামী দুঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. মহিদ উদ্দিন।
আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিএমপি সদরদপ্তরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. খ. মহিদ উদ্দিন এ তথ্য জানান। ড. খ. মহিদ উদ্দিন বলেন, ‘বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশের অনুমতি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে, দুই ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।’
আগামীকালের সমাবেশকে কেন্দ্র করে ডিএমপিতে আজ এক বৈঠক হয়েছে। বৈঠকে কী কী আলোচনা হয়েছে জানতে চাইলে ড. খ. মহিদ উদ্দিন বলেন, ‘সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ও ট্রাফিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ ধরনের সমাবেশকে কেন্দ্র করে আমাদের যেসব দায়িত্ব থাকে সেসব নিয়ে আলোচনা হয়ছে।’