২০ শর্তে বিএনপি-আওয়ামী লীগকে সমাবেশের অনুমতি
রাজধানীতে বিএনপি-আওয়ামী লীগকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। যদিও দুদলকে জুড়ে দেওয়া হয়েছে ২০ শর্ত। এই শর্ত মেনে আগামীকাল শনিবার (২৮ অক্টোবর) নয়াপল্টনে বিএনপি ও বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করতে পারবে আওয়ামী লীগ। দুদলকেই সময় বেঁধে দেওয়া হয়েছে। তারা বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সমাবেশ করতে পারবে।
আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন্স) বিপ্লব কুমার সরকার এনটিভি অনলাইনকে এই তথ্য জানান। তিনি বলেন, ‘২০ শর্তে আগামীকাল নয়াপল্টনে বিএনপি ও বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করতে পারবে আওয়ামী লীগ। তবে, জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।’
এর আগে সদরদপ্তরে নিজ কার্যালয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. মহিদ উদ্দিন বলেছিলেন, ‘বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশের অনুমতি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে, দুই ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।’
আগামীকালের সমাবেশকে কেন্দ্র করে ডিএমপিতে আজ এক বৈঠক হয়েছে। বৈঠকে কী কী আলোচনা হয়েছে জানতে চাইলে ড. খ. মহিদ উদ্দিন বলেন, ‘সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ও ট্রাফিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ ধরনের সমাবেশকে কেন্দ্র করে আমাদের যেসব দায়িত্ব থাকে সেসব নিয়ে আলোচনা হয়ছে।’