মৃত্যু ধাওয়া করছিল জানতেন না চাচা, অল্পের জন্য বেঁচে গেলেন ভাতিজা
কিশোরগঞ্জে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন চাচা ও ভাতিজা। সামনে চাচা ফেকু রাজভর (৭৫), পেছনে ভাতিজা গেন্দু রাজভর (৫৫)। তাদের পেছনে আসছিল কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী আন্তনগর এগারসিন্দুর ট্রেনটি। অথচ, জানতেন না তারা। হুইসেল বাজালেও বুঝতে পারেননি দুজনের কেউই। হঠাৎই রেললাইনের ওপর চলে যান চাচা ফেকু রাজভর। মুহূর্তেই ঘটে যায় হৃদয়বিদারক ঘটনা। চাকার নিচে কাটা পড়েন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। একইসঙ্গে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ভাতিজা গেন্দু রাজভর। আশঙ্কাজনক অবস্থায় তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আজ রোববার (২৯ অক্টোবর) বিকেলে ট্রেনটি সরারচর স্টেশন পার হওয়ার সময় হয় এ দুর্ঘটনা। পুরো ঘটনাটির ভিডিও এক ব্যক্তি মুঠোফোনে ধারণ করেন। পরে তিনি ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী আন্তনগর এগারসিন্দুর ট্রেনটি সরারচর স্টেশন পার হওয়ার সময় এ ঘটনা ঘটে। চাচা ফেকু রাজভর ও ভাতিজা গেন্দু রাজভর দুজনেই সরারচর রেলস্টেশন সংলগ্ন হরিজন পল্লীর বাসিন্দা।