সাংবাদিক রফিক ভূঁইয়া আর নেই
রাজধানীতে গতকাল শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে সংঘর্ষ বাধে। এদিনই সংঘর্ষের মধ্যে পড়ে অসুস্থ হয়ে পড়েন সিনিয়র সাংবাদিক রফিক ভূঁইয়া। পরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ তার মৃত্যুর খবর এলো (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রফিক ভূঁইয়া বাংলাদেশ ফেডারেল সাংবাদি ইউনিয়নের (বিএফইউজে) সাবেক নির্বাহী সদস্য এবং জাতীয় প্রেসক্লাবের সদস্য।
রফিক ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত।
জানা গেছে, শনিবার দুপুরের দিকে রাজধানীর মাদারটেকের বাসা থেকে রিকশায় করে ব্যক্তিগত কাজে প্রেসক্লাবে যাচ্ছিলেন রফিক ভূঁইয়া। সেগুনবাগিচা এলাকায় জাতীয় রাজস্ব বোর্ডের পুরনো ভবনের কাছে পৌঁছালে সংঘর্ষের মধ্যে পড়েন তিনি। এ সময় তিনি রিকশা থেকে রাস্তায় ছিটকে পড়ে আহত হন।
সেখান থেকে আহত সাংবাদিক রফিককে বারডেম হাসপাতালে নেওয়া হয়। এ সময় জানা যায়, তার মাথায় মারাত্মক আঘাতে ভেতরে ব্যাপক রক্তক্ষরণ হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।