অবরোধের তৃতীয় দিনে গাজীপুরে বিএনপির মিছিল
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/11/02/kaaliyyaakair-gaajiipur.jpg)
অবরোধের সমর্থনে আজ বৃহস্পতিবার গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির মিছিল। ছবি : এনটিভি
সরকার পতনের এক দফা দাবি আদায়ে অবরোধের তৃতীয় দিনে গাজীপুরের কালিয়াকৈরে মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কে এ মিছিলের নেতৃত্ব দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী সাইদুল আলম বাবুল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, জেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জনিসহ নেতাকর্মীরা।