নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/11/narshingdi.jpg)
নরসিংদীর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রম বন্ধসহ ক্যাম্পাস পরিবর্তন করার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে সাহপ্রতাপ সড়ক অবরোধ করেন তারা।
জানা গেছে, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি উপেক্ষা করে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজের কার্যক্রম বন্ধ ও ক্যাম্পাস পরিবর্তন করেছে কর্তৃপক্ষ। তাই নিন্দা জানিয়ে সড়ক অবরোধ করেছেন তারা।
তাহমিদ নামে এক শিক্ষার্থী জানান, তাদের দাবি সরকার আমলে নিচ্ছে না। বরং নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রমকে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি এই কলেজের শিক্ষার্থীদের টাঙ্গাইলের কালিহাতি ইঞ্জিনিয়ারিং কলেজে স্থানান্তরে পরিকল্পনা করেছে। যেটি শিক্ষার্থীদের জন্য অপমানজনক। এই সিদ্ধান্ত বাতিল করতে হবে দ্রুত।
শিক্ষার্থী মোহাম্মদ কাউসারুজ্জামান বলেন, কলেজে নিয়মিত ক্লাস হয় না। শিক্ষক সংকট ও আবাসন সংকট রয়েছে। এছাড়া তাঁত বোর্ডের আওতাধীন নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজটিতে নানা অনিয়মে হচ্ছে।
শিক্ষার্থী জাহিদুল হাসান জানান, আমাদের দাবিগুলো তাঁত বোর্ড ও বস্ত্র মন্ত্রণালয়ে ইতোমধ্যেই জানানো হয়েছে। কিন্তু কিছুই মানা হয়নি। শুধু আশ্বাস আর আশ্বাস দিয়ে গেছেন। এরই মধ্যে নরসিংদীর ৩০০ শিক্ষার্থীকে টাঙ্গাইলের একটি কলেজে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত নরসিংদীর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা মানতে নারাজ।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. কলিমুল্লাহ বলেন, শিক্ষার্থীরা বিভিন্ন দাবি নিয়ে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছিল। পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসন তাদের সঙ্গে কথা বলেছেন। এ মুহূর্তে ঢাকা-সিলেট মহাসড়কের যানজট স্বাভাবিক রয়েছে।