আসামি গ্রেপ্তারের দাবিতে থানার সামনে বিক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সরকারি রাস্তা দখলের প্রতিবাদ করায় প্রবাসী কামাল মিয়ার ওপর সন্ত্রাসীদের নৃশংস হামলার ঘটনায় এলাকা উত্তাল হয়ে উঠেছে। আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) এলাকাবাসী থানার সামনে বিক্ষোভ করেছে।
সকালে চান্দুরা-আখাউড়া সড়কের আমতলী বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বিজয়নগর প্রেসক্লাব ও পরে থানার সামনে গিয়ে সমাবেশ করে স্থানীয়রা।
বক্তারা অভিযোগ করেন, মিরপুর গ্রামের সরকারি রাস্তা উদ্ধারে লিখিত অভিযোগ দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালী সুলতান মিয়ার নেতৃত্বে সংঘবদ্ধ সন্ত্রাসীরা প্রবাসী কামাল মিয়ার ওপর প্রাণঘাতী হামলা চালায়। বর্তমানে গুরুতর আহত অবস্থায় কামাল মিয়াকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।
আরও পড়ুন : ধ্বংসস্তূপে পরিণত গাজা, যা দেখলেন বিবিসির সাংবাদিক
এদিকে, বিক্ষোভে উত্তেজিত জনতাকে শান্ত করতে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম দ্রুত আসামি গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষোভ শেষ হয়। সরকারি রাস্তা উদ্ধারে হামলার ঘটনায় এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। পুলিশের আশ্বাস অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে এলাকাবাসী।

শাহনেওয়াজ শাহ, ব্রাহ্মণবাড়িয়া (সদর-আশুগঞ্জ-বিজয়নগর)