চাঁদপুরে প্রার্থীর মনোনয়ন বাতিলে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ
চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ এম এ হান্নানকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করেছেন দলীয় নেতাকর্মীরা। সোমবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানার মোড়ে সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ ও সমাবেশে অংশ নেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, যুগ্ম আহ্বায়ক আমির হোসেন খসরু মোল্লা, নজরুল ইসলাম পাটোয়ারী, পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটোয়ারী, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মঞ্জুর, সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী শাওন এবং পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন শিবলুসহ প্রায় সহস্রাধিক নেতাকর্মী।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র মঞ্জিল হোসেন, পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, সিনিয়র সহ-সভাপতি ফারুক খান এবং যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।
বক্তারা বলেন, আমাদের প্রিয় নেতা ও দুর্দিনের সাহসী সংগঠক আলহাজ এম এ হান্নানকে দল মনোনয়ন না দেওয়ায় তৃণমূল নেতাকর্মীরা গভীরভাবে হতাশ। কেন্দ্রীয় নেতৃত্বকে আমরা আহ্বান জানাই তৃণমূলের এই দাবি সম্মান জানিয়ে তাকেই পুনরায় মনোনয়ন দিতে হবে।
তারা আরও বলেন, দলীয় মনোনয়ন পুনর্বিবেচনা করে আলহাজ এম এ হান্নানকে ধানের শীষ প্রতীকের প্রার্থী ঘোষণা না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, বিএনপির এক গ্রুপের নেতাকর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। বর্তমানে পুরোপুরি পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।

                  
                                                  শরীফুল ইসলাম, চাঁদপুর