বিএনপির মনোনয়ন পেলেন যে চিকিৎসকরা
ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক ও ডা. মো. মাহবুবুর রহমান। ফাইল ছবি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরও পড়ুন : ২৩৭ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
মনোনয়ন পাওয়া ব্যক্তিদের তালিকায় রাজনীতিবিদের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যরাও রয়েছেন। এর মধ্যে চিকিৎসা পেশায় থাকা কয়েকজন মনোনয়ন পেয়েছেন। তারা হলেন—গাইবান্ধা-৩ আসনে অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, ময়মনসিংহ-৭ আসনে ডা. মো. মাহবুবুর রহমান, কিশোরগঞ্জ-৩ আসনে ডা. ওসমান ফারুক, ঢাকা -১৯ আসনে ডা. দেওয়ান মো. সালাউদ্দিন, গোপালগঞ্জ-৩ আসনে ডা. এ কে এম বাবর আলী।

নিজস্ব প্রতিবেদক