সরকারি দামে সারের দাবিতে সড়ক অবরোধ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সরকার নির্ধারিত মূল্যে সার সরবরাহের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কৃষক ও স্থানীয় জনতা। আজ রোববার (১৪ সেপটেম্বর) বিকেলে সোনাহাট স্থলবন্দর সড়কের পাইকেরছড়া ইউনিয়নের শহীদ মোড় এলাকায় গাছের গুঁড়ি ফেলে তারা সড়ক অবরোধ করে।
সড়ক অবরোধের কারণে এ সময় অসংখ্য যানবাহন আটকা পড়ে জনদুর্ভোগের সৃষ্টি হয়।
সড়ক অবরোধকারীদের অভিযোগ, ডিলারদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে পর্যাপ্ত পরিমাণ সার পাওয়া যাচ্ছে না। সারের চাহিদা পুরণ করতে চড়া দামে খুচরা বিক্রেতাদের কাছ থেকে সার কিনতে হচ্ছে।
পাইকেরছড়া ইউনিয়নের কৃষকদের অভিযোগ, ধান, বেগুনসহ অন্যান্য ফসলের জমিতে সার দেওয়া জরুরি হয়ে পড়েছে। ডিলারদের দ্বারে দ্বারে ঘুরে সার পাওয়া যাচ্ছে না। সারের জন্য ডিলারদের কাছে গেলে তারা বলছে সার নেই। খুচরা বিক্রেতাদের কাছে পর্যাপ্ত সার পাওয়া যায়। খুচরা বিক্রেতারা চড়া দামে সার বিক্রি করছে।
কৃষকরা আরও অভিযোগ করে, অধিক মুনাফার লোভে ডিলাররা সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি না করে গোপনে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করে দিচ্ছে। কৃষকদের সেই সার চড়া দামে খুচরা বিক্রেতার কাছ থেকে কিনতে হচ্ছে।
সড়ক অবরোধের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ঘটনাস্থলে যান। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকার নির্ধারিত মূল্যে সার সরবরাহের আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেয় কৃষকরা।

শামসুজ্জোহা সুজন, কুড়িগ্রাম (ভূরুঙ্গামারী)