৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালনে কর্নেল অলির আহ্বান
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/11/02/ali_aahmd_biir_bikrm.jpg)
তত্ত্বাবধায়ক সরকার চেয়ে যুগপথ আন্দোলনে থাকা দলগুলোকে আগামী রোববার (৫ অক্টোবর) থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালনে আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ। শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালনের জন্য তিনি দলগুলোর নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি অনুরোধ জানান।
আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে এক বিবৃতিতে কর্নেল অলি এই আহ্বান জানান। তিনি বলেন, বিএনপির নেতৃত্বাধীন যুগপথ আন্দোলনে থাকা সব দলের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ, আপনারা নিজ নিজ এলাকায় আন্দোলনরত দলগুলোর সঙ্গে সমন্বয় করে আগামী ৫ ও ৬ নভেম্বর রবি ও সোমবার অবরোধ কর্মসূচি সফল করুন। আন্দোলনের মাধ্যমেই সরকারের পদত্যাগ ত্বরান্বিত করতে হবে।
অলি বলেন, সাংবিধানিক অধিকার ও মনুষ্যত্ব ফিরিয়ে আনতে হবে। কেউ বেইমানি করে ঘরে বসে থাকবেন না। নিজের পায়ে কুড়াল মারবেন না। স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করা আমাদের লক্ষ্য।
কর্নেল অলি বলেন, গত তিন দিন সমগ্র দেশব্যাপী আন্তরিকতার সঙ্গে অবরোধ সফলভাবে পালন করে আপনারা সরকারের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছেন। আমি আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মেহেরবানি করে আগামী দিনগুলোতেও আপনারা আমাদের সঙ্গে কর্মসূচিগুলো সুশৃঙ্খলভাবে ও শান্তিপূর্ণভাবে পালন করুন। এ সরকারকে বিদায় করতে হবে।
এলডিপি প্রেসিডেন্ট বলেন, একটু কষ্ট করে হলেও দেশের সার্বভৌমত্ব ও সাংবিধানিক অধিকার ফিরিয়ে আনুন।