নৌপথে ট্রলার নিয়ে অবরোধ সমর্থনে ছাত্রদলের মিছিল
টানা ৭২ ঘণ্টা অবরোধের শেষ দিনে বরিশালের কীর্তনখোলা নদীতে ট্রলার নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে নগরীর ৯, ১০, ১১ ও ২৫ নং ওয়ার্ড সংলগ্ন কীর্তনখোলা নদী ও নদীবন্দরে এ অবরোধ কর্মসূচি পালন করেন তাঁরা।
বরিশাল মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এনামুল হাসান তাসনিম জানান, বিকেলে কীর্তনখোলা নদীতে অবরোধ কর্মসূচি সফল করতে কয়েকটি ট্রলারে ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিল করেন নেতাকর্মীরা। অবরোধ সফল করতে রাজপথের পাশাপাশি নৌপথেও আছেন তাঁরা।
এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, নদীতে বিএনপির নেতাকর্মীদের অবরোধ ও মিছিলের বিষয়টি আমার জানা নেই। নদী পথে সব কিছুই স্বাভাবিক রয়েছে। বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।