ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। শনিবার বেলা ৩টার দিকে মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রামমুখি লেনে শনিবার বেলা ৩টার দিকে মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মোটরচালিত একটি ভ্যান গাড়িকে ধাক্কা দিলে ওই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক নিহত হয় এবং আহত হয় ভ্যানে থাকা আরও দুই আরোহী। তাদেরকে উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির জানান, ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। নিহতের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে পুলিশ।