ময়মনসিংহে যুবদলনেতা গৌতমসহ গ্রেপ্তার ৮
ময়মনসিংহ মহানগর যুবদলের সহসভাপতি মাহাবুবুর রহমান গৌতমসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (৪ নভেম্বর) বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্যরা হলেন–সুরুজ্জামান (৪২), বিপুল (২৫), মো. শাকিল মিয়া (২৮), মো. মাহতাব উদ্দিন (২৬), হাফিজুল ইসলাম (৪৪), পাপেল এবং হাশিম উদ্দিন (৪৫)।
পুলিশ জানায়, ময়মনসিংহ সিটির স্টেশন রোড থেকে এলাকা থেকে যুবদলনেতা গৌতমকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিষ্ফোরক দ্রব্যের আইনের মামলা রয়েছে। তিনি ময়মনসিংহ সিটি মালগুদাম এলাকার বাসিন্দা।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ বলেন, গ্রেপ্তার হওয়া গৌতমসহ সবার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আসামিরা আদালতের মাধ্যমে কারাগারে আছেন।