হাসপাতালে কেবিনে ছাদ ধ্বসে পা ভাঙল রোগীর
পিরোজপুর জেলা হাসপাতালে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কেবিনের ছাদ ধ্বসে আকব্বর আলী (৮০) নামের এক রোগী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বাম পা ভেঙে গেছে বলে জানিয়েছেন তাঁর স্বজনরা। আজ সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
রোগী আকব্বরের বাড়ি পিরোজপুর সদর উপজেলার কদমতলা গ্রামে। এ ঘটনার পর তাঁকে হাসপাতালের নিচ তলার কেবিনে স্থানান্তর করা হয়। তবে ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের কেউই ঘটনাস্থলে না যাওয়ায় এবং বিষয়টিতে কোনো গুরুত্ব না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর স্বজনরা।
রোগীর স্বজন মো. মহসিন খান রুবেল জানান, হার্টের সমস্যা নিয়ে তাঁর দাদা গতকাল রোববার দুপুরে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ সন্ধ্যায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। এ সময় হঠাৎ করেই ছাদের একটি বড় অংশ ধ্বসে তাঁর দাদার খাটের উপর পড়ে। এতে তাঁর বাম পা ভেঙে যায়। এ ঘটনায় লোহার খাটটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের কেউই সেখানে তাঁদের খোঁজখবর না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন রুবেল। এদিকে বিষয়টিতে খুব একটা গুরুত্ব দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিল সরোয়ার জানান, সামান্য পলেস্তরা ধ্বসে একটি রোগীর শরীরে পড়ায় তিনি সামান্য আহত হয়েছেন। তা গুরুতর নয়। তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে।