‘রসমালাই খেয়ে’ হাসপাতালে শিশুসহ ৫ জন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় রসমালাই খেয়ে শিশুসহ পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) উপজেলার মহেষপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের স্বজনরা অভিযোগ করে বলেন, সিঙ্গারবিল বাজারের রংধনু বেকারি অ্যান্ড সুইট হাট থেকে কেনা রসমালাই খাওয়ার পর দুই পরিবারের পাঁচজনের পেটব্যথা, বমি ও জ্বর দেখা দেয়। পরে অসুস্থদের প্রথমে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়।
অসুস্থ ব্যক্তিরা হলেন শ্রীপুর গ্রামের মিন্টু মিয়ার স্ত্রী শারমিন আক্তার (২৭), তাদের দুই সন্তান আয়াত (৪) ও সাদী (১১), মহেষপুর গ্রামের নাঈম মিয়ার স্ত্রী জ্যোতি আক্তার (৩৩) ও তাদের মেয়ে ইয়ানা (৫)।
অসুস্থদের স্বজন নাদিম আল মাহমুদ জানান, তার ছোট ভাই নাসিম সিঙ্গারবিল বাজারের রংধনু বেকারি অ্যান্ড সুইট হাট থেকে রসমালাই কিনে আনেন। সেই রসমালাই খাওয়ার কিছুক্ষণ পরই পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হয়।
এ বিষয়ে রংধনু বেকারি অ্যান্ড সুইট হাটের মালিক আহসান হাবিব বলেন, এ ঘটনার বিষয়ে আমি অবগত নই। প্রতিদিন আমাদের দোকান থেকে অনেক রসমালাই বিক্রি হয়। কেউ কোনো অভিযোগ করেনি। বিষয়টি খোঁজ নিচ্ছি এবং অসুস্থদের দেখতে যাব।
বিজয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সুমন ভুঁইয়া বলেন, অসুস্থ অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। মিষ্টি খেয়ে অসুস্থ হয়েছে বলে রোগীর স্বজনদের অভিযোগ। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মিষ্টির বিষয়টি পরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।