হাসপাতাল যেন ময়লার ভাগাড়, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল যেন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশ, নোংরা করিডোর ও ব্যবহার অনুপযোগী দুর্গন্ধযুক্ত বেসিন-বাথরুমে রোগী ও স্বজনদের দুর্ভোগ চরমে উঠেছে। চিকিৎসা নিতে এসে মানুষ পড়ছেন তীব্র ভোগান্তিতে।
হাসপাতালের বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, অধিকাংশ বেসিনে পানি নেই। কোথাও আবার পাইপ লিক করে চারপাশ কাদামাটিতে পরিণত হয়েছে এবং ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। বাথরুমগুলোর দরজা ভাঙা, পানি নিষ্কাশন ব্যবস্থায় স্থবিরতা এবং ময়লা-আবর্জনায় সয়লাব পরিস্থিতি স্পষ্ট। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা না থাকায় পরিবেশটি আরও ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।
একাধিক রোগীর স্বজন অভিযোগ করে বলেন, হাসপাতালের বাথরুমে দুর্গন্ধের কারণে ঢোকাই কঠিন। বেসিনে পানি নেই, স্যানিটেশন ব্যবস্থার অবনতি বহুদিন ধরেই চললেও কর্তৃপক্ষের কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়ে না। দ্রুত সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বাড়ানোর দাবি জানান তারা।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী বলেন, পরিচ্ছন্নতা কর্মীর সংখ্যা অত্যন্ত কম হওয়ায় এমন সমস্যা দেখা দিয়েছে। হাসপাতালে প্রয়োজন প্রায় ১৫০ জন পরিচ্ছন্নতা কর্মী, কিন্তু রয়েছে মাত্র অল্প কয়েকজন। একটি ওয়ার্ডের ধারণক্ষমতা ২০ জন হলেও রোগী থাকছে ৮০ জন পর্যন্ত। তবুও কাউকে ফিরিয়ে না দিয়ে সর্বোচ্চ চেষ্টা করা হয় সেবা দিতে।

শাহনেওয়াজ শাহ, ব্রাহ্মণবাড়িয়া (সদর-আশুগঞ্জ-বিজয়নগর)