সৌদি আরবের কোরবানির মাংস পেলো পিরোজপুরের এতিমরা
 
          সৌদি আরব সরকারের পাঠানো কোরবানির মাংস সমাজের অসহায় দরিদ্র এতিমদের মধ্যে বিতরণ। ছবি : এনটিভি        
          সৌদি আরব সরকারের পাঠানো কোরবানির মাংস সমাজের অসহায় দরিদ্র এতিমদের মধ্যে বিতরণ করেছেন পিরোজপুরের নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া শাহনাজ তমা।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ২টার দিকে নাজিরপুর উপজেলা পরিষদ চত্বর থেকে এ মাংস বিতরণ করা হয়। এ সময় ইউএনও সাজিয়া শাহনাজ তমা এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা জানান, ‘এ বছর খুবই কম বরাদ্দ পাওয়া গেছে, যা এতিমখানার তুলনায় খুবই অপ্রতুল।’ তিনি আরও বলেন, প্রাপ্ত এই বরাদ্দ উপজেলার ২০টি এতিমখানা, একটি মহিলা মাদ্রাসা, একটি আলিয়া মাদ্রাসা ও শিশু নিকেতনসহ সামাজিক সেচ্ছাসেবী সংগঠনের মধ্যে মোট ২৫ কার্টুন মাংস বিতরণ করা হয়েছে।
মাংস পাওয়া প্রতিটি প্রতিষ্ঠান সৌদি সরকার ও উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে।

 
                   রশিদ আল মুনান, পিরোজপুর
                                                  রশিদ আল মুনান, পিরোজপুর
               
 
 
 
