ঝিনাইদহে জাকের পার্টির জনসভা
ঝিনাইদহের কালীগঞ্জে জাকের পার্টির উদ্যোগে এক জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে কালীগঞ্জ পৌরসভার মিনি স্টেডিয়াম মাঠে জনসভাটি অনুষ্ঠিত হয় এবং এরপর শহরে একটি র্যালি বের করা হয়।
কালীগঞ্জ উপজেলা জাকের পার্টির আয়োজনে অনুষ্ঠিত এই জনসভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ মোস্তফা আমির ফয়সল মোজাদ্দেদী।
আলহাজ মোস্তফা আমির ফয়সল মোজাদ্দেদী বলেন, ‘মানুষের অধিকার ফিরিয়ে দিতে জাকের পার্টি বদ্ধপরিকর।’ এ সময় তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে জাকের পার্টিকে সমর্থনের আহ্বান জানান।
জনসভায় বিশেষ অতিথি ছিলেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমির ফয়সল, জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য আব্দুল লতিফ খান যুবরাজ এবং ঝিনাইদহ জেলা জাকের পার্টির সভাপতি মো. ইসহাক আলী বিশ্বাস। কালীগঞ্জ উপজেলা জাকের পার্টির সভাপতি মো. হাবিবুর রহমান জনসভায় সভাপতিত্ব করেন।
জনসভা শেষে জাকের পার্টির নেতাকর্মীরা মিনি স্টেডিয়াম থেকে একটি র্যালি বের করেন। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় মিনি স্টেডিয়াম মাঠে এসে শেষ হয়।

মনজুরুল আহসান, ঝিনাইদহ (সদর-কালীগঞ্জ-কোটচাঁদপুর)