শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে জাকের পার্টির জনসভা
প্রতিষ্ঠাতা বিশ্বওলি শাহসুফি খাজাবাবা ফরিদপুরীর আদর্শে অনুপ্রাণিত হয়ে শান্তি, স্থিতিশীলতা ও সমাজে নৈতিকতা প্রতিষ্ঠার আহ্বানে নেত্রকোনায় জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে শহরের পুরাতন কালেক্টরেট মাঠে এই জনসভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মানিক সরকার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সুরুজ আলী।
জেলা ও পৌর শাখা এবং সহযোগী সংগঠনগুলোর যৌথ অংশগ্রহণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল।
বিশেষ অতিথি ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. সায়েম আমীর ফয়সল এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, মহিলা ফ্রন্ট সভানেত্রী ফারাহ আমীর ফয়সল।
সভায় বক্তারা বলেন, জাকের পার্টি সবসময় জনগণের কল্যাণ, শান্তি প্রতিষ্ঠা ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় কাজ করে যাচ্ছে। নৈতিক মূল্যবোধ সম্পন্ন সমাজ গঠনের মাধ্যমেই দেশকে উন্নতির পথে এগিয়ে নেওয়া সম্ভব।
সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষণ করে।

ভজন দাস, নেত্রকোনা