উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র
যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র আবারও উৎপাদনে ফিরেছে। বন্ধ হওয়ার চার দিন পর বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কেন্দ্রটির এক নম্বর ইউনিটের উৎপাদন শুরু হয়। এতে জাতীয় গ্রিডে কেন্দ্রটি থেকে ৪৮০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হচ্ছে।
বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণ ও পরিচালনা প্রতিষ্ঠান বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেডের উপমহাব্যবস্থাপক আনোয়ার উল আজিম বিষয়টি নিশ্চিত করেছেন।
আনোয়ার উল আজিম বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে গত ৫ নভেম্বর ভোরে এ কেন্দ্রের দুটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর ত্রুটি মেরামত করে গতকাল (বৃহস্পতিবার) বিকেলে একটি ইউনিটে ফের উৎপাদন শুরু হয়। শিগগিরই দ্বিতীয় ইউনিটের উৎপাদনও স্বাভাবিক হবে।’
গত বছরের ১৭ ডিসেম্বর রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রটি চালু হয়। এরপর নানান সমস্যা, সংকট ও ত্রুটির কারণে সাত মাসে পাঁচ বার বন্ধ হয়েছে কেন্দ্রটি। উৎপাদন শুরুর পর প্রথমবার এ বছরের ১৪ জানুয়ারি, দ্বিতীয়বার ১৫ এপ্রিল, তৃতীয়বার ২৩ এপ্রিল, চতুর্থবার ৩০ জুন, পঞ্চমবার ১৬ জুলাই, ষষ্ঠবার ৩০ জুলাই, সপ্তমবার ১৫ সেপ্টেম্বর ও সর্বশেষ গত ৫ নভেম্বর অষ্টমবারের মতো বন্ধ হয় বিদ্যুৎকেন্দ্রটি।