বাঁশখালীতে আগুনে পুড়ল ১২ বসতঘর
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় খানখানাবাদ ইউনিয়নে অগ্নিকাণ্ডে ১২টি বসতঘর পুড়ে গেছে। ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়িতে গতকাল রোববার (১২ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। আগুনে বসতঘরের মালামাল পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।
স্থানীয় ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছডিয়ে পড়ে। এতে আগুনে পুড়ে যায় ১২টি বসতঘর।
খানখানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জসীম উদ্দিন হায়দার বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমিসহ এলাকার জনগণ ঘটনাস্থলে ছুটে আসি। আগুনে ১০ থেকে ১২টি বাড়ির মালামাল পুড়ে যায়। বাড়ির মালিকদের সঙ্গে কথা বলে প্রকৃত ক্ষয়ক্ষতি নিরুপণ করে উপজেলা প্রশাসনকে অবহিত করা হবে। বর্তমানে আমার ব্যক্তিগত ও পরিষদের পক্ষ থেকে প্রাথমিকভাবে শুকনো খাবারসহ প্রয়োজনীয় জিনিসপত্র দিয়েছি।’