রাষ্ট্রদূতদের ‘অ্যাম্বাসেডর পার্টি’ করতে বললেন পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বাংলাদেশে দায়িত্বরত বিদেশি রাষ্ট্রদূতদের একটি রাজনৈতিক দল করার পরামর্শ দিয়ে বলেছেন, ‘যে সব বিদেশি নির্বাচন নিয়ে এতো কথা বলে, তারা একটা পার্টি তৈরি করুক। এটা হচ্ছে অ্যাম্বাসেডর পার্টি।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ রোববার (১৯ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং এর সময় মন্ত্রী একথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আওয়ামী লীগ সব সময় সংলাপের পক্ষে। কিন্তু সংলাপ কার সাথে করব? আমেরিকা কোন ক্লু ক্লাক্স ক্লানের সাথে সংলাপ করে না। জার্মানিরা নাৎসি পার্টির সাথে কোন সংলাপ করে না। দেখতে হবে এরা কারা, এরা যদি সন্ত্রাসী হয়, নিশ্চয়ই আমরা কোনভাবে সংলাপ করব না।’
পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন আরও বলেন, ‘বিএনপি রেজিস্টার্ড পার্টি, তারা নিশ্চয়ই নির্বাচনে আসবে। এবং তারা যদি নির্বাচন না করে তাহলে আমার সন্দেহ হয়, তাদের অনেক নেতাকর্মী অন্য দলগুলোতে চলে গিয়েছে। তারা ইতিহাস হয়ে থাকবে, ক্যান্টনমেন্টে একটা পার্টি তৈরি হয়েছিল। তারা (বিএনপি) প্রথমে জাগো দল, এরপরে নাম পরিবর্তন করে হয় বিএনপি। দুনিয়ার এত দেশে ইলেকশন হয়, কিন্তু আমেরিকা সেখানে মাথা ঘামায় না। আর আপনাদের কারণে আমেরিকা প্রতিদিন মাথা ঘামায়। আপনারা এক পায়ে আমেরিকাকে বাংলাদেশের রাজনীতিতে ডেকে নিয়ে এসেছেন। যে সব বিদেশি নির্বাচন নিয়ে এতো কথা বলে, তারা একটা পার্টি তৈরি করুক। এটা হচ্ছে অ্যাম্বাসেডর পার্টি। আর একটা অঙ্গীকার করুক, যারা তাদের ভোট দেবে তারা তাদের দেশের নাগরিকত্ব দেবে। তাহলে দেখবেন অনেকেই ভোট দেবে।’