লক্ষ্মীপুরে মাদক কারবারির যাবজ্জীবন
লক্ষ্মীপুরে ৪০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার হাফিজ উল্যাহ ওরফে বাহাদুর মাঝি (৫৮) নামে এক মাদক কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।
জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বাহাদুর মাঝিকে ৪০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে র্যাব। এরপর থেকেই কারাগারে রয়েছেন তিনি। রায় ঘোষণার সময় বাহাদুর মাঝি আদালতে উপস্থিত ছিলেন।
হাফিজ উল্যাহ ওরফে বাহাদুর মাঝি লক্ষ্মীপুর সদর উপজেলার চরমনিমোহন ইউনিয়নের পূর্ব চরমনিমোহন গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে।
আদালত ও এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ৩ জানুয়ারি চরমনিমোহন গ্রামে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মনির হোসেন সজিবের বাড়িতে অভিযান চালায় র্যাব। অভিযানে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ৮৫ হাজার ২০ পিস ইয়াবা উদ্ধার করে। এসময় মনির, গ্রাম পুলিশ সদস্য মো. ইব্রাহিম ও যুবলীগ নেতা আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের নায়েব সুবেদার (ডিএডি) মো. নুরুল ইসলাম বাদী হয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চার জনকে আসামি করে মামলা করেন। এ মামলায় বাহাদুর মাঝি ও আব্দুর রহমান নামে দুজন পলাতক ছিলেন। পরে ৯ জানুয়ারি রাতে একই এলাকা থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ বাহাদুরকে গ্রেপ্তার করে র্যাব-১১। টেকনাফ সীমান্ত দিয়ে মাছ ধরার ট্রলারে করে ইয়াবাগুলো নিয়ে আসে তিনি।
পরে দুই মাদক কারবারিকে আটকের ঘটনায়ও র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের নায়েব সুবেদার (ডিএডি) নুরুল ইসলাম বাদী হয়ে পৃথক একটি এজাহার দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আজ মঙ্গলবার বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।