অবরোধের সমর্থনে বরিশালে বিএনপির বিক্ষোভ মিছিল

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ষষ্ঠ দফা অবরোধের শেষ দিন আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে বরিশালে বিক্ষোভ মিছিল করেছেন মহানগর বিএনপির নেতাকর্মীরা।
এ সময় তারা সরকারের পদত্যাগ ও ঘোষিত তফসিল বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মিছিলের নেতৃত্ব দেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল।
অবরোধে যাত্রী সংকটের দোহাই দিয়ে বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার অধিকাংশ বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে, স্বাভাবিকের চেয়ে কম সংখ্যক লঞ্চ ছেড়েছে।
লঞ্চ টার্মিনালে প্রবেশের সময় সন্দেহভাজন যাত্রীদের ব্যাগ তল্লাশি করতে দেখা গেছে নৌ-পুলিশ সদস্যদের। বিআইডব্লিউটিএর বরিশাল কার্যালয়ের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন বলেন, ‘স্বাভাবিকভাবেই লঞ্চ চলছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রাতে ঢাকার উদ্দেশে দুটি লঞ্চ ছেড়ে যাবে। তবে, যাত্রী কম।’
বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘নগরীতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদস্যরা কাজ করছেন।’