দেশে ফিরল ৪২ বাংলাদেশি নারী-শিশু
ভারতে তিন বছর কারাভোগের পর ৪২ নারী ও শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে হস্থান্তর করেছে ভারতীয় পুলিশ। আজ শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
বেনাপোল ইমিগ্রেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ কামরুজ্জামান বলেন, গত সাড়ে তিন বছর আগে ভালো কাজের সন্ধানে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে যায় তারা। সেখানে বিভিন্ন বাসাবাড়ি, দোকান ও খাওয়ার হোটেলে কাজ করার সময় পুলিশ তাদের আটক করে। পরে পুলিশ তাদের কলকাতা আদালতে নিলে আদালত তিন বছরের সাজা দিয়ে করে কলকাতা সেন্ট্রাল জেলে পাঠান। সাজাভোগ শেষে কিশোলয়, নবযাত্রা ও ধ্রুবাশ্রমসহ পশ্চিমবঙ্গের আটটি শেল্টার হোমের হেফাজতে ছিল তারা। ফেরত আসাদের মধ্যে ৩২ নারী ও ১০ জন শিশু রয়েছে।
পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে আজ তাদের দেশে ফেরত পাঠানো হয়। ইমিগ্রেশর পুলিশের সব আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
এনজিও সংস্থা রাইটস যশোর ৩২ জনকে ও মহিলা আইনজীবী সমিতি ১০ জনকে তাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য তাদের হেফাজতে নিয়েছে।
হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল, চেকপোস্ট বিজিবি আইসিপি ক্যাম্পের কমান্ডার মাহবুবুর রহমান ও পেট্রাপোল বিএসএফ কমান্ডার কর্তৃপক্ষ।
বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুইয়া বলেন, ফেরত আসা যুবকরা গত সাড়ে তিন বছর আগে চোরাই পথে দালালদের মাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে যায়। সেখানে পুলিশ তাদের আটক করে আদালতের সোপর্দ করলে, তিন বছর সাজা হয়। আজ তাদের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বাংলাদেশে ফেরত আনা হয়।