মানিকগঞ্জে অবরোধের সমর্থনে মিছিল
বিএনপিসহ সমমনা বিরোধীদলগুলোর অষ্টম দফার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে আজ বুধবার (২৯ নভেম্বর)। অবরোধের সমর্থনে পৌরসভার আন্ধারমানিক এলাকায় আজ সকারে মিছিল করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া হেমায়তপুর-সিংগাইর আঞ্চলিক সড়কের কেওয়ার জানি এলাকায় আরেকটি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এদিকে, বিরোধী দলগুলোর ডাকা অবরোধে আজ ঢাকা-আরিচা মহাসড়কে দূরপাল্লার কোনো বাস দেখা যায়নি। অভ্যন্তরীণ যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে, যাত্রী সংকট রয়েছে। মানিকগঞ্জ শহরে ইজিবাইক ও অটোরিকশা চলাচল স্বাভাবিক রয়েছে। খুলেছে কাঁচাবাজার-দোকানপাট। ফেরি চলাচল স্বাভাবিক থাকলেও পারাপারের জন্য গাড়ি নেই বলে জানিয়েছে বিআইডব্লিউটিসির ঘাট কর্তৃপক্ষ ।
অন্যদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। সড়ক ও মহাসড়কে টহল দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার বলেন, ‘সবকিছু স্বাভাবিক রয়েছে। শুনেছি বিএনপির নেতাকর্মীরা মিছিলের চেষ্টা করেছে। তবে, আমাদের চোখে বিষয়টি পড়েনি।’