ষোড়শ সংশোধনী নিয়ে রিভিউ শুনানি ১৮ জানুয়ারি পর্যন্ত মুলতবি
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল ঘোষণা বহালের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা আবেদনের শুনানি আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এ সময় পর্যন্ত শুনানি মুলতবি করেন।
এর আগে গত ১৬ নভেম্বর রিভিউ আবেদনটি শুনানির জন্য ওঠে। সাত বিচারপতির দেওয়া রায়ের বিরুদ্ধে করা পুনর্বিবেচনার আবেদন ছয় বিচারপতির বেঞ্চ শুনতে পারেন কি না, সেদিন শুনানিতে এমন প্রশ্নে ওঠে। এমন প্রক্ষাপটে ১৬ নভেম্বর আপিল বিভাগ ওই প্রশ্নে জ্যেষ্ঠ আট আইনজীবীর মতামত শোনেন।
এরপর আপিল বিভাগ এ বিষয়ে ২৩ নভেম্বর আদেশের জন্য দিন রাখেন। একই সঙ্গে পুনর্বিবেচনার আবেদনের শুনানি এক সপ্তাহের জন্য মুলতবি করা হয়। পরে ২৩ নভেম্বর আপিল বিভাগ সিদ্ধান্ত দেন, আপিল বিভাগের ছয় সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ রিভিউ শুনতে পারবেন (কমপিটেন্ট)।
ষোড়শ সংশোধনী বাতিল ঘোষণা বহাল রেখে রায় দিয়েছিলেন আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ।
আগের ধারাবাহিকতায় রিভিউ আবেদনটি আজ আপিল বিভাগের কার্যতালিকার ১৮ নম্বর ক্রমিকে ওঠে। আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও রিট আবেদনকারীদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, ক্রমানুসারে রিভিউ আবেদনটি শুনানির জন্য ডাকা হয়। বিষয়টি উঠলে আদালত পরে শুনবেন জানিয়ে ১৮ জানুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি করেছেন।